Menu

মহাকাশ বাহিনী গড়ছেন ট্রাম্প

বাংলা নিউজ সিএ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মহাকাশ বাহিনীবা স্পেস ফোর্স গঠনের আদেশে সই করেছেন। এতে মহাকাশ বাহিনী গঠনের বিষয়ে দিক-নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় বাহিনী গঠনের মধ্য দিয়ে মহাশূন্যে যুদ্ধের দামামা বাজানো শুরু হলো বলে মনে করছেন অনেকেই।

মার্কিন নৌ, মেরিন, সেনা, বিমান এবং উপকূল বাহিনীর পাশাপাশি ষষ্ট সামরিক বাহিনী হিসেবে এই বাহিনী গড়ে তোলা হবে। মহাকাশে মার্কিন উপগ্রহগুলোকে রক্ষা এবং হামলা প্রতিহত করার পাশাপাশি কক্ষপথে মার্কিন আধিপত্য বজায় রাখাই এ বাহিনীর দায়িত্বের অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করছেন ট্রাম্প।

ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদেশপত্রে সই করার পর সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, আমেরিকাকে প্রস্তুত থাকতে হবে। ট্রাম্প সরকার মহাকাশ বাহিনী গঠনকে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ে পরিণত করেছে বলেও জানান তিনি।

আদেশপত্রে মার্কিন কংগ্রেসকে মহাকাশ বাহিনী সংক্রান্ত খসড়া আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। মার্কিন মেরিন কোরকে দেশটির নৌবাহিনীর আওতায় রাখা হয়েছে, একইভাবে মহাকাশ বাহিনীকে দেশটির বিমানবাহিনীর আওতায় রাখার কথা বলা হয়েছে ওই আদেশে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পেন্টাগন এ বাহিনী গঠনের প্রস্তাবিত আইন কাঠামো উত্থাপন করবে বলে জানান মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র।

বাংলানিউজসিএ/ইনএন/২০ ফেব্রুয়ারি ২০১৯ইং


Array

এই বিভাগের আরও সংবাদ