Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলমান বন্যায় অন্তত ১৭০ জন নিহত হয়েছেন। পাশাপাশি দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। মঙ্গলবার নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল জানান, বন্যায় নাইজেরিয়ার উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলমান এ বন্যা দেশের উত্তরাঞ্চলের আটটি প্রদেশে প্রচণ্ড আঘাত হেনেছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে এবং আবহাওয়া কর্তৃপক্ষের দেওয়া পূর্বাভাসে আগামী মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সূত্র: এএফপি

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৮ আগস্ট ২০২৪ /এমএম


Array