Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাপানের হোক্কাইডোর নতুন চিতোসে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বিমানবন্দরের বোর্ডিং গেটগুলোর কাছের একটি দোকান থেকে এক জোড়া কাঁচি হারানোকে কেন্দ্র করে ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে। সেইসঙ্গে ২০১টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। বিবিসি জানায়, দেশটির স্থানীয় সময় শনিবার ঘটনাটি ঘটে। পরে কর্তৃপক্ষ খোয়া যাওয়া কাঁচি দুটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। শেষমেশ পরের দিন ওই দোকানের এক কর্মচারী কাঁচি দুটি খুঁজে পায়।

কাঁচি দুটি ছিল জাপানের উত্তরের হোক্কাইডু দ্বীপের নিউ চিতোস বিমানবন্দরে বোর্ডিং গেটের কাছের একটি দোকানে। এগুলো খুঁজে না পাওয়াতেই এক ঘণ্টা নিরাপত্তা অনুসন্ধান চালানো হয়। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ আগস্টের এ ঘটনায় ৩৬টি ফ্লাইট বাতিল হয় এবং ২০১টির বিলম্ব হয়। আশঙ্কা ছিল, একজন সম্ভাব্য সন্ত্রাসী কাঁচিটি নিয়ে যেতে পারে এবং উড়োজাহাজে ওঠে একে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্য পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কাঁচি দুটোর খোঁজ পাওয়া গেছে। তারপর ফ্লাইটগুলো পুনরায় চালু করা হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ আগস্ট ২০২৪ /এমএম