Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ফিনল্যান্ডের তাম্পেরে শহরে অবস্থিত ‘তাম্পেরে টাইটান্স’ ফুটবল ক্লাবের ব্যানারে রোববার (৩০ জুন) উদযাপিত হলো রিয়াল মাদ্রিদের ১৫তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ৩৬তম লা লিগা জয়ের উৎসব। রিয়ালের এই বিজয়ে তাম্পেরের মাদ্রিদিস্তারা আয়োজন করে তাম্পেরেলাইনেন মাদ্রিদিস্তাদের মিলনমেলা।

এই মিলনমেলা অনুষ্ঠিত হয় ফিনল্যান্ডের তাম্পেরে বিশ্ববিদ্যালয়ের হেরভান্তা ক্যাম্পাসে। অনুষ্ঠানে শুধু মাদ্রিদিস্তা নয়, বিভিন্ন ফুটবল ক্লাবের সমর্থকরাও যোগ দেন। অনুষ্ঠানটিতে ফুটবল প্রেমীদের একাত্মতা ও উল্লাস ছিল দেখার মতো। তাম্পেরে টাইটান্স, যা একটি বাংলাদেশি ভিত্তিক কমিউনিটি ফুটবল ক্লাব, তাদের এই উদ্যোগে ফুটবল সমর্থকদের একত্রিত করার ক্ষেত্রে সফল হয়েছে।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির সদস্যদের মধ্য থেকে রেদওয়ান, আশিক, সিয়াম, তানভীর, আরিফ ও এনামুল জানান আগামী দিনেও এরকম উৎসবের আয়োজন করার পরিকল্পনা করছেন। তারা আশা করছেন যে প্রতিবারের মতো এই ধরণের অনুষ্ঠানে আরো বেশি ফুটবল ভক্ত ও সমর্থকরা যোগ দেবেন, যা সম্প্রীতি ও উদযাপনের এক নতুন মাত্রা যোগ করবে। এই উদ্যোগ শুধু খেলার আনন্দ ছড়িয়ে দেয় না, বরং এটি সামাজিক একাত্মতাও গড়ে তোলে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ জুলাই ২০২৪ /এমএম


এই বিভাগের আরও সংবাদ