Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। এ ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেফতার করার কথা জানিয়েছে সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)। এসবিইউ জানায়, এই দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির চরদের একটি নেটওয়ার্কের সদস্য। তারা ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লোক খুঁজছিলেন, যারা জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করবেন।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর এ অভিযোগের বিষয়ে রাশিয়ার বক্তব্য এখনো পাওয়া যায়নি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর দেশটির পূর্বাঞ্চলের একটি অঞ্চল দখলে নিয়েছে তারা। ইউক্রেন রাশিয়ার দখলকৃত ওই অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে এলেও তারা তেমন সাফল্য পায়নি। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রাশিয়া।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ মে ২০২৪ /এমএম