প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইতালির রাজধানী রোমে বাংলাদেশি মালিকাধীন সর্ব বৃহৎ স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি ও পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পপুলার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সাজু ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির জেনারেল ম্যানেজার ইকবাল হাসান জনি।
এছাড়াও পপুলার ট্রাভেলসের পরিচালক মামুন আলম ও খাজা সাহাল আব্দুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আয়োজকরা জানান, প্রতিষ্ঠানগুলোর ইতোমধ্যে অসামান্য অর্জনের পিছনে রয়েছে প্রবাসীদের আস্থা ও বিশ্বাস। আগামীতেও সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
প্রবাসী রোজাদার মুসল্লিদের সম্মানে ইফতার মাহফিলে ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন 0মসজিদের ইমাম সাইফুল ইসলাম। তিনি ন্যাশনাল এক্সচেঞ্জ এবং পপুলার ট্রাভেলসের ব্যবসায়িক অবস্থান থেকে প্রবাসীদের সেবা বৃদ্ধি এবং দেশে-প্রবাসে বাংলাদেশি ও বিশ্বের মুসলমানদের শান্তির জন্য বিশেষ দোয়া করেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩১ মার্চ ২০২৪ /এমএম