Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  আফ্রিকার দ্বিতীয়-বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ ঘানার উত্তরাঞ্চলে এক স্বর্ণ খনি ধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে ঘটা এ দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দেশটির বুরকিনা ফাসো সীমান্তবর্তী আপার ইস্ট অঞ্চলের তলানসি জেলার জিবানির দুর্গম খনি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় এই খনি দুর্ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র ডেভিড ফিয়ানকো-অকিয়ারা এএফপিকে বলেন, আমরা সেখানে উদ্ধার অভিযান শুরু করেছি এবং বৃহস্পতিবার পর্যন্ত আমরা ৯ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা ধারণা করছি আরও তিনটি লাশ সেখানে আটকে পড়ে রয়েছে।তাদের মৃত বা জীবিতাবস্থায় উদ্ধার করতে আমরা সম্ভাব্য সবরকম চেষ্টা অব্যাহত রেখেছি।

এদিকে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো দেশটির পরিবেশগত ক্ষতি সীমাবদ্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। পশ্চিম আফ্রিকার এ দেশের ছোট আকারের বিভিন্ন স্বর্ণ খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি ‘গ্যালামসি’নামে বেশি পরিচিত।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ জুন ২০২১ /এমএম


Array