বাংলানিউজসিএ ডেস্ক :: প্রিন্স হ্যারি এবং মেগান মারকেলের বিয়ের ব্যক্তিগত ছবি ইনস্টাগ্রাম এবং টুইটারে দেখা যাচ্ছে। তাদের ব্যক্তিগত ফোটোগ্রাফারের কম্পিউটার হ্যাক হওয়ার পরে এই ঘটনা ঘটে। উইন্ডসর ক্যাসলে গত বছরের মে মাসে হারি এবং মারকেলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
অ্যালেক্সি লুবোমির্স্কি তাদের বিয়ের সকল ছবি তুলেছিলেন। ব্যক্তিগত ছবি থেকে শুরু করে অন্য সকল ফটো তিনিই তুলেছেন। যে ছবিগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফাঁস হয়ে যাওয়া ছবি অনলাইন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছে।
বাংলানিউজসিএ/ঢাকা/০৮ জুন ২০১৯/ইএন
Array