Menu

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলানিউজসিএ ডেস্ক :: শুরুতেই জমে উঠেছে আইসিসি ২০১৯ বিশ্বকাপ।বিশেষ করে গতকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই জয়ের পর সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সমগ্র জাতি আজ দলের প্রতিটি সদস্যের তেজস্বিতা ও তাদের অসাধারণ নৈপুণ্য প্রত্যক্ষ করেছেন।বাংলাদেশ ক্রিকেট দল তাদের দলগত নৈপুণ্য অক্ষুণ্ণ রেখে বিজয়ী হওয়ার মনোভাব এভাবে ধরে রেখে আরও জয় ছিনিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শনিবার রাতে মক্কায় ওমরাহ পালনের পর রোববার মদিনায় গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মদিনা থেকে জেদ্দায় ফিরে ফিনল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন তিনি।ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত রোববার যুক্তরাজ্যের ওভালে অনুষ্ঠিত খেলায় টসে হেরে গিয়ে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। সৌম্যের দুর্দান্ত শুরুই জানান দেয় আজ কিছু একটা করে দেখাবে টাইগাররা।এরপর সাকিব-মুশফিকের ১৪২ রানে রেকর্ড জুটি মজবুত অবস্থানে দাঁড় করায় বাংলাদেশকে। শেষের দিকে মাহমুদুল্লাহ ও মোসাদ্দেকের ঝড়ো ইনিংসে স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৩৩০ রানে।এতো বড় টার্গেট ছুঁতে পারেননি হাসিম আমলা বিহীন ফাফ ডুপ্লেসিরা। ৩০৯ রানে গুটিয়ে যায় জেপি ডুমিনিদের ইনিংস।

দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করে টাইগাররা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ মে ২০১৯/ এমএম


Array