Menu

স্থায়ী বসবাসের অনুমতি দেবে সৌদি

বাংলানিউজসিএ ডেস্ক :: ধনী বিদেশি এবং দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে গ্রিন কার্ডের আদলে একটি বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার।মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিসভায় ওই প্রস্তাব অনুমোদন পায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, মাস খানেক আগে সৌদি শূরা কাউন্সিল ওই প্রস্তাব অনুমোদন করেছিল। মঙ্গলবার তা মন্ত্রিসভার সম্মতি পায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এই ব্যবস্থায় মোটা ফি দিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া যাবে। পাশাপাশি সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ হবে।

আরবের তেলসমৃদ্ধ দেশ সৌদিতে বর্তমানে স্পন্সরশিপ ভিত্তিক যে ব্যবস্থা চালু আছে তাতে একজন সৌদি চাকরিদাতা স্পন্সর হতে রাজি হলে তবেই সৌদি আরবে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাসের সুযোগ হয়। এ ব্যবস্থার আওতায় প্রায় এক কোটি বিদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ মে ২০১৯/ এমএম


Array