Menu

ভারতে ৫৯ আসনে ভোটগ্রহণ চলছে

বাংলানিউজসিএ ডেস্ক :: ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে সাত রাজ্যের ৫৯ আসনে আজ রবিবার ভোটগ্রহণ চলছে। এই ধাপে উত্তর প্রদেশের ১৪, হরিয়ানার ১০, পশ্চিমবঙ্গ, বিহার ও মধ্যপ্রদেশের ৮টি করে, দিল্লির ৭টি ও ঝাড়খণ্ডের ৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এবারের ধাপে ভোট দেবেন প্রায় ১০ কোটি ১৭ লাখ ভোটার। এই ধাপের ভোটে ভাগ্য নির্ধারিত হবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাধা মোহন সিং, হর্ষবর্ধন, নরেন্দ্র সিং তমার, কৃষাণ পল গুরজার ও রাও ইন্দ্রজিত্ সিংয়ের।

এ ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

পশ্চিমবঙ্গে পাঁচ জেলার আটটি আসনেও শুরু হয়েছে ভোট। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়োজিত করা হয়েছে ১৪২টি কুইক রেসপন্স টিম।

সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শেষ ধাপের ভোট হবে আগামী ১৯ মে। ভোট গণনা হবে ২৩ মে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ মে ২০১৯/ এমএম


Array