Menu

ঘূর্ণিঝড় ফণীর কারণে ২১ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দর

বাংলানিউজসিএ ডেস্ক :: ঘূর্ণিঝড় ফণীর কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই বিমানবন্দর।

এনডিটিভির খবরে বলা হয়, কলকাতা বিমানবন্দর বন্ধ হলে বিভিন্ন রুটের ২০০টির বেশি ফ্লাইট বাতিল হবে। এতে করে বিপুলসংখ্যক যাত্রীর যাত্রা অনিশ্চয়তায় পড়বে।

এদিকে ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশার প্রবল বেগে আঘাত এনেছে। সকাল সাড়ে ৯টায় আঘাত হানে। এর তাণ্ডবে এখন পর্যন্ত ভারতের ওড়িশার বিভিন্ন অঞ্চলে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ওড়িশার সান টাইমস নামের একটি সংবাদ মাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ঝড়ের একটানা গতিবেগ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২০০-২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখন ফণী শক্তি কমে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।

ঘূর্ণিঝড় ফণী নামটি দিয়েছে বাংলাদেশ। এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই কমিটির নয়টি দেশ।

দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড, ওমান ও ইয়েমেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩ মে ২০১৯/ এমএম


Array