বাংলানিউজসিএ ডেস্ক ::সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইভেন্ট টাইম মিউজিকের আন্তর্জাতিক পিঠা উৎসব ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১ ডিসেম্বর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বহু লোকের সমাগমে বিভিন্ন দেশের পিঠার সমারোহে নানা রকমের সুস্বাদু পিঠা নিয়ে নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা ইশতিয়াক রুমি ও তার স্ত্রী সায়মা রুমি ফিতা কেটে পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সাংস্কৃতিক পর্বে মধ্যরাত পর্যন্ত নাচে গানে মাতিয়ে রাখেন শিল্পীরা, নৃত্য পরিবেশন করেন জারিন মাইশ ও সিমরান খান। সংগীত পরিবেশন করেন যথাক্রমে চাইম ব্যান্ডের খালিদ সাইফুল্লাহ, সেলিম ইব্রাহিম রুবিনা শিল্পী, শাহ মাহবুব, রুখসানা মির্জা, তানভির শাহিন, কামরুজ্জামান বকুল, খাইরুল ইসলাম সবুজ, চন্দন চৌধুরী, চন্দ্রা রায়, আমানত হোসেন আমান , মিলন কুমার রায়, রোজী কবীর, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যথাক্রমে সোনিয়া, সারুয়ার খান বাবু ও সেলিম ইব্রাহিম।
অনুষ্ঠানের আহ্বায়ক সেলিম ইব্রাহিম ও সদস্য সচিব সারওয়ার খান বাবু শুরুতেই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন ইভেন্ট টাইম মিউজিকের প্রধান উপদেষ্টা জনাব ইশতিয়াক রুমি, উপদেষ্টা সাফিউল আজম, মসিউর রহমান (মুক্তিযোদ্ধা) শাউন বাবলা, প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম, ডালিম যুগ্ম-আহ্বায়ক মাসুদ করিম মিলন, সমন্বয়কারী দেলোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রসকাউট্রি মর্টগেজ এর দুই কর্মকর্তা যথাক্রমে পিটার লোসিয়া ও পিটার কার্লিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি উজ্জল বিপুল।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ ডিসেম্বর ২০১৯ /এমএম